ব্যর্থ ভালোবাসার স্ট্যাটাস
হ্যাঁ আমি ব্যর্থ।
আমি হেরে গেছি
তাের মিথ্যে ভালোবাসার
অভিনয়ের কাছে।
ব্যর্থ ভালোবাসার উক্তি
ব্যর্থ সে নয়, যে ভালোবাসা
পেলাে না
ব্যর্থ তাে সেই যে, ভালােবাসা
পেয়েও তা ধরে রাখতে
পারলো না।
ব্যর্থ ভালোবাসার কষ্টের গল্প
ব্যর্থ আমি হইনি হয়ে'ছ তুমি?
আমি সত্যি তোমাকে ভালোবেসেছি
আর সত্যি কারের ভালবাসা খুঁজবে
একদিন তুমি, তখন বুঝবে ধোঁকা কে
খেয়েছে, আমি না তুমি।
ব্যর্থ ভালোবাসা নিয়ে উক্তি
অভিনয়ে সেরা তুমি, আর ভালোবাসায় আমি।
কষ্ট আমি পেয়েছি, তুমি পেয়ে'ছ আনন্দ।
একদিন ঠিক এভাবেই, হারিয়ে যাব আমি।
আমায় খুঁজতে গিয়ে, কষ্ট তুমি ও পাবে একদিন।
ব্যর্থ ভালোবাসা
বােকা ভাবিস না প্রিয়,
যেদিন কারাে কাছে ঠকবি,
সেদিন এই বোকা মানুষ'টা কে খুজবি!
ব্যর্থ ভালোবাসার গল্প
অভিনয়ে পাক্কা তুমি, মিথ্যা কথায় রাণী তুমি।
ভালোবাসার নায়ে ধোঁকা দিলে আমায়।
তুমি ও একদিন কারো মিথ্যা ভালোবাসায়,
নিজেকে জারাবে।
ব্যর্থ ভালোবাসার কবিতা
তােমার শূন্যতা অনুভব করা
যদি ভালোবাসা হয়।
তাহলে আমি তােমাকে
প্রতিটা মুহূর্তে ভালোবাসি
ব্যর্থ ভালোবাসা ব্যর্থ জীবন
সম্পর্কে সবকিছুই সমপরিমাণ না হলে,তা হয় একতরফা।
আর একতরফা ভাবে আপনি যতই আঁকড়ে ধরার চেষ্টা
করুন না কেন, সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে কেবল ব্যর্থ
আর হতাশই হবেন শুধু!
_মাে: ফাহাদ মিয়া