অতিরিক্ত হস্তমৈথুনের ফলে কি হয়
অতিরিক্ত হস্তমৈথুন করলে বীর্য পাতাল হয়ে যায়, এতে বাচ্চা জন্ম নিতে অক্ষম হয়, আর পুরুষাঙ্গের সমস্যা হয়, পুরুষাঙ্গ দুর্বল হয়ে যায়, এর ফলে স্ত্রী সহবাসের সময় ব্যর্থতা দেখা যায়।
হস্তমৈথুন ছাড়ার পরামর্শ হচ্ছে, যতো তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে নেওয়া, তা নাহলে, আমাদের আরও পোস্ট আছে সেগুলো ফলো করুন।
হস্তমৈথুন কি
পৃথিবীটা এখন খারাপ এর দিকে যাচ্ছে, কারণ চার দিকে শুধু ছেলে/মেয়েদের অবস্থা খুব জঘন্য ও খারাপের দিকে, নারী পুরুষ এখন, হস্তমৈথুন করে বীর্য নষ্ট করছে, তার পর যখন বিয়ে হয়, কিছু দিন পর একে অপরের সাথে থাকতে ভালো লাগে না, কারণ স্বামী স্ত্রীর মধ্য কার মিলন ও মেলা মেশা তার ভালো লাগে না, কারণ হচ্ছে হস্তমৈথুনে আসাক্ত তাই।
হস্তমৈথুন থেকে বাঁচার উপায়
হস্তমৈথুন ছাড়ার উপায় হচ্ছে, পাঁচ ওয়াক্ত নামাজ ও সবসময় কাজ-কামে লেগে থাকা, এতে হস্তমৈথুন না ছারতে পারলে ও অনেকটা হস্তমৈথুন করার ইচ্ছা কমে যায়।
মেয়েদের থেকে দূরে থাকা, খারাপ মভি বা সিনেমা না দেখা। হাতের মোবাইলে ভিডিও গান না রাখা। অতিরিক্ত মেয়ে/ছেলে নিয়ে কথা বা প্রেম আলাপ আলোচনা থেকে বিরত থাকা।
হস্তমৈথুনের ক্ষতি পূরণের উপায়
হস্তমৈথুন ছাড়ার সব থেকে বড় উপায় হচ্ছে? বিয়ে করে ফেলা, বিয়ে করে ফেললে, হস্তমৈথুন একেবারেই কমে যাবে, বিয়ের পর ও যদি, হস্তমৈথুন করতে ইচ্ছে হয়, তাহলে স্ত্রীর সাথে সহবাস করে, ভিতরে বীর্য গুলো বের করে ফেলুন, তাহলেই হস্তমৈথুন করার ইচ্ছা কমে যাবে।
হস্তমৈথুন অর্থ কি
হস্তমৈথুন নিয়ে পোস্ট করার কারণ হচ্ছে, এখন কম বয়সে ছেলে-মেয়ে হস্তমৈথুনে আসাক্ত হয়ে, নষ্টের দিকে যাচ্ছে, সমাজ ও দেশ নষ্ট হচ্ছে, পরিবারের লোকদের পর্যন্ত ছাড়ছে না। এখন ভেবে দেখুন এভাবে চলতে থাকলে, কোথায় গিয়ে দাঁড়াবে, ভবিষ্যত।
হস্তমৈথুন ক্ষতি পূরণ হয় না এতটা সহজে, ক্ষতি পূরণের চিন্তা না করে এটা থেকে বাঁচার উপায় খুঁজুন, নয়তো আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজের ক্ষতি ও কষ্ট করতে হবে।
অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক চেষ্টা করার পরও হস্তমৈথুন ছাড়া যায় না, কিছু সময় বন্ধ থাকার পরে আবার, আগের মতো হয়ে যায়, যদি এমন হয় তাহলে, অবশ্যই হস্তমৈথুন ছাড়ার জন্য ডাক্তারের সম্পূর্ণ হোন ও হস্তমৈথুন ছাড়ার পরামর্শ নিন।