বাবা মানে হাজার বিকেল
পৃথিবীতে বাবার মতাে শক্ত হাত
আর কারও নেই,
মায়ের কোলের মতো শান্তির জায়গা
আর কোথাও নেই।
বাবা মা নিয়ে ক্যাপশন
যে কাঁদিয়ে চুপ করিয়ে দেয়
সে হলাে বাবা,
আর যে কাঁদিয়ে নিজেও
কেঁদে ফেলে সে হলা মা।
বাবা মানে বটবৃক্ষ
বাবা নামক প্রদীপ
নিভে গেলে বুঝবা,
এই পৃথিবীটা কতটা
ভয়ানক!
মা
মায়ের মতাে,
কেউ খেয়াল রাখতে
পারে না।
বাবা মানে
পৃথিবীতে মা বাবার চেয়ে
আর আপন কেউ হয়
না।
বাবা মা ছাড়া জীবন
মা তাে মায়েই হয়,
সারা পৃথিবী ঘুমিয়ে গেলেও
কিন্তু বেটা যতক্ষণ না ঘরে ফিরছে
মায়ের এটা ভেবেই ঘুম আসে না।
বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা
যেদিন বাবার ত্যাগ আর লড়াইটা
বুঝতে পারবে,
সেদিন প্রেম ভালােবাসা ভুলে
যাবে।
বাবা মা কে নিয়ে স্ট্যাটাস
১০ মাস পেটে, ৩ বছর বুকে, আর
সারাজীবন হৃদয়ে রাখেন শুধু আমার
মা!