সময় খারাপ হলে
সময়ের কাছে এতোটাও
সময় নেই,
যে তােমাকে দ্বিতীয়বার
সুযােগ দেবে।
সময় খারাপের স্ট্যাটাস
যখন কারও সময় খারাপ হয় তো
তখন লোক তার যোগ্যতার
উপর সন্দেহ করতে থাকে।
সময় খারাপ যাচ্ছে স্ট্যাটাস
খারাপ সময় না এলে,
মানুষ চনা যায় না।
সময় খারাপ নিয়ে উক্তি
যেটা তােমার হাতে নেই,
যদি সেটার মায়া ত্যাগ করতে
না পারাে তাে
জীবন নরক হয়ে যাবে।
সময় খারাপ যাচ্ছে
ভাগ্য আর সময়ের উপর
কখনও অহংকার করা উচিত
নয়,
কেননা সকাল তারও হয় যাকে
কেউ মনে রাখে না।
সময় খারাপ নিয়ে পোস্ট
সময় আর অবস্থা যে কোনো
সময় বদলে যেতে পারে,
এই জন্য কাউকে অপমান
করাে না।
সময় খারাপ নিয়ে স্ট্যাটাস
যার সময় খারাপ চলছে তার পাশে
দাঁড়ানাে উচিত,
আর যার চরিত্র খারাপ তার থেকে
দূরে থাকা উচিৎ।
সময় খারাপ নিয়ে ক্যাপশন
সবচেয়ে বেশি খারাপ
সময়কে সহ্য করা
মানুষেই সবথেকে ভালো
ভবিষ্যৎ নির্মাণ করে।