সংগ্রামী জীবনের উক্তি
হারে সে যে বারবার নালিশ
করে,
আর জিতে সে যে বারবার
চেষ্টা করে।
ব্যর্থ জীবনের উক্তি
মনে রাখবে ছল কপট
করা মানুষ
কখনােই সুখী থাকতে
পারে না।
অগোছালো জীবনের উক্তি
অন্যের ঘরে সেই যেয়ে
ঝামেলা করে,
যার নিজের ঘরেই কানো
সম্মান নেই।
বাস্তব জীবনের উক্তি
পৃথিবীতে সবকিছু হওয়া
সম্ভব,
শুধু শুরুটা আত্মবিশ্বাসের
সাথে হওয়া দরকার।
কর্ম জীবনের উক্তি
এই মাটির শরীর একদিন
মাটিতেই মিশে যাবে,
কাঁদতে কাঁদতে এসেছি আর
একদিন কাঁদিয়ে যাবো।
দাম্পত্য জীবনের উক্তি
আজকাল বেশি খুশি হওয়ায়
ভালাে নয়,
লােকের বাসি খাবার হজম হয়ে
যায় কিন্তু কারও খুশি নয়।
সুন্দর জীবনের উক্তি
মিথ্যা এইজন্য বিক্রি হয়ে যায়,
কারন সত্য কেনার ক্ষমতা
সবার নেই।
ব্যক্তিগত জীবনের উক্তি
সম্মান সবসময় সম্মানীয় লোকেই
করে,
যার কাছে নিজের সম্মান নেই
সে অন্য কাউকে সম্মান কি করে
করবে।